পুরনো অ্যান্ড্রয়েডের ছাড়পত্র দিবে না গুগল!


এখন থেকে নতুন সব ডিভাইসে থাকতে হবে অ্যান্ড্রয়েড ওরিও। এর আগের সংস্করণকে আর ছাড়পত্র দেবে না গুগল।
টেক জায়ান্টটির অনুমোদন পেতে হলে ডিভাইসগুলোকে অ্যান্ড্রয়েডে ওরিও এর সবগুলো ফিচার সমর্থন করতে হবে। এর অর্থ প্রতিটি নতুন অ্যান্ড্রয়েড ডিভাইস হবে প্রজেক্ট ট্রেবল সমর্থিত। এ ফিচার ডিভাইসকে দ্রুত আপডেট করতে সাহায্য করে। এতে ভবিষ্যতে জনপ্রিয় এ ওএসের আপডেটের জন্য দীর্ঘ অপেক্ষা করতে হবে না। প্রজেক্ট ট্রেবল শুরুর উদ্দেশ্য ছিল ফোন নির্মাতাদের আপডেটের বিষয়টি সহজ করা। এটি সফল হলে অ্যান্ড্রয়েডের অনেক দিনের পুরনো সমস্যার সমাধান হবে। গুগলের এ ওএসের প্রধান সমস্যা হলো পুরাতন থেকে নতুন সব সংস্করণ আজও বাজারের বড় অংশ দখল করে রেখেছে। এ প্রজেক্টের ফলে এ সমস্যা এবার কাটতে পারে। যে কোনো ওএসের আপডেট শুধু ফিচারের জন্য নয়, নিরাপত্তার জন্যও জরুরি। পুরানো সংস্করণ, বিশেষ করে কয়েক বছর আগের অপারেটিং সিস্টেম ব্যবহারে হারিয়ে যেতে পারে গুরত্বপূর্ণ সব তথ্য। গুগল এ সমস্যার সমাধানে এবার হয়ত জয়ী হবে বলে ধারণা বিশ্লেষকদের।
খবর ভোরের কাগজ।

No comments

Powered by Blogger.