স্যামসাংয়ের চার ক্যামেরার ফোন!


চার ক্যামেরার একটি ফোন আনছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। মডেল স্যামসাং গ্যালাক্সি এস টেন। সম্প্রতি এই ফোনটির একটি ভিডিও অনলাইনে প্রকাশ হয়েছে। ভিডিও দেখে ফোনটি সম্পর্কে অনেক কিছু জানা গেছে।

এটি স্যামসাংয়ের আপকামিং ফ্লাগশিপ ফোন। এতে ইনফিনিটি ডিসপ্লে থাকছে। এছাড়াও ফোনটিতে দ্রুতগতির কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহৃত হচ্ছে।

বেজেলে লেস ডিসপ্লের এই ফোনটির স্ক্রিন সাইজ ৬.৩। রেজুলেশন ১৪৪০x২৯৬০ পিক্সেল। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯:৯
ফোনটিতে কোয়ালকমের সর্বাধুনিক প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট সংযোজন করা হয়েছে। এটি অ্যানড্রয়েড ৮.০ অরিও অপারেটিং সিস্টেমে ফোনটি চলবে।

ছবির জন্য স্যামসাংয়ের নতুন ফোনটিতে রয়েছে তিনটি রিয়ার ক্যামেরা। সেলফি ক্যামেরা একটি।
ব্যাকআপের জন্য এতে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের নন-রিমুভেবল ব্যাটারি রয়েছে।

৬ জিবি র্যামের এই ফোনটি ১২৮/২৫৬ জিবি রম ভার্সনে পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে রম ৪০০ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে।

ফোনটি বাজারে আসলে এর মূল্য হতে পারে ৯১৬ ডলার।
খবর ঢাকাটাইমস২৪।

No comments

Powered by Blogger.