স্মার্টফোন পানিতে পড়ে গেলে করণীয়!



অসাবধানতাবসত অনেক সময় স্মার্টফোন পানিতে পড়ে যায়। সেক্ষেত্রে ফোনটি তাড়াতাড়ি পানি থেকে তুলে কিছু পদক্ষেপ নিতে পারলে সাধের ফোনটি ক্ষতি হওয়া থেকে বাঁচাতে পারবেন।
- স্মার্টফোনের সঙ্গে ইউএসবি কেবল, চার্জার, মাইক্রোফোন সংযুক্ত করার ছোট পোর্টগুলোর ভেতর দিয়ে পানি ঢুকে নিমিষেই ফোনের ক্ষতি হতে পারে। তাই দ্রুত ফোনটিকে পানি থেকে বের করুন। এরপর শর্ট সার্কিট এড়ানোর জন্যে ফোনের সুইচ অফ করে দিন।
- পানি থেকে ফোনটি তুলে এনে ব্যাটারি কাভার এবং ব্যাটারি খুলুন এবং পেপার টাওয়েল বা নরম কাপড়ের ওপর রাখুন।
- সিম কার্ড খুলে রাখুন। যদিও পানিতে সিম কার্ডের তেমন কোনো ক্ষতি হয় না, তবু এটি খুলে ফেলাই ভালো। খোলার পর হালকাভাবে মুছে নিন। পুনরায় ফোনে লাগানোর আগে শুকিয়ে নিন।
- ফোনের অন্যান্য আনুষঙ্গিক অংশগুলো (যেমন- মেমোরি কার্ড, ইয়ার বাড, ফোন কেইস, প্রোটেকটিভ কাভার) অপসারণ করুন।
- ফোনের ভেতরের ভেজা অংশগুলো বরাবর ২০ মিনিট করে ভ্যাকুয়াম ক্লিনার ধরে রেখে অবশিষ্ট পানিটুকু শুকিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন ভ্যাকুয়াম ক্লিনার যেন ফোনের খুব কাছ থেকে না ধরা হয়। কারণ এটি স্থির তড়িৎ উৎপন্ন করে, যা ফোনের জন্য পানির চেয়েও বেশি ক্ষতিকর।

- ফোন শুকানোর কাজে হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না।
- আর্দ্রতা শুষে নেয়, এমন কোনো পদার্থ ব্যবহার করুন। এক্ষেত্রে চাল ভর্তি থলে বা গামলার মধ্যে সারা রাত ফোনটিকে রেখে দিতে পারেন। প্রতি ঘণ্টায় ফোনটিকে উল্টে পাল্টে দিতে হবে। কিছু বিশেষ আর্দ্রতা শোষণকারী পদার্থ (ডেসিক্যান্ট) আছে, যা চালের চেয়ে ভালোভাবে আর্দ্রতা শোষণ করতে পারে। যেমন, সিলিকা জেল।
- ফোনটিকে রোদযুক্ত জায়গায় তোয়ালে, ন্যাপকিন বা কাগজের ওপর রাখুন। এতে ফোনের সব পানি এবং আর্দ্রতা দূর হবে।
- ২৪ ঘণ্টা পার হওয়ার পর ফোনের প্রতিটি পোর্ট, কম্পার্টমেন্ট এবং সূক্ষ্মাতিসূক্ষ্ম সব ফাঁকফোকরে পরীক্ষা করে দেখুন কোনো পানি বা ময়লা লেগে আছে কিনা।
- ফোন সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার পরও যদি কাজ না করে, তবে ব্যাটারি খুলে রাখা অবস্থায় ফোনটিকে চার্জারের সঙ্গে সংযুক্ত করুন।
এরপরও যদি আপনার ফোন কাজ না করে তাহলে বুঝতে হবে আপনার কপাল খারাপ তাই আর দেরি না করে নিকটস্থ অনুমোদিত বিক্রয় কেন্দ্রে নিয়ে যেতে হবে।

No comments

Powered by Blogger.