শুধুমাত্র ওয়েব ডিজাইন করে আপনিও হতে পারেন একজন দক্ষ ফ্রিল্যান্সার




শুধুমাত্র ওয়েব ডিজাইন করে আপনিও হতে পারেন একজন দক্ষ ফ্রিল্যান্সার

বর্তমান সময়ে ওয়েব ডিজাইন করাটা অনেক বেশি চাহিদা সম্পন্ন একটি ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে। সারাবিশ্বে দক্ষ ওয়েব ডিজাইনার এর চাহিদা ব্যাপক। মূলত ওয়েব ডিজাইনের ব্যাপারটা সবাই ঠিকভাবে বুঝতে পারে না, যার কারণে দেখা যায় একটা সময় গিয়ে তারা এ থেকে আগ্রহ হারিয়ে ফেলে। তাই আমরা আজকে প্রথমেই যেটা শিখব সেটা হচ্ছে ওয়েব ডিজাইন জিনিসটা কি? এবং কেন ওয়েব ডিজাইন করা শিখব? প্রথমেই আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে- # ওয়েব সাইট জিনিস টা মূলত কি? আমাদের মধ্যে যারা ফ্রিল্যান্সিং নিয়ে নিজেদের ক্যারিয়ার গড়ার চিন্তা ভাবনা করছি, তারা সবাই মোটামুটি বিভিন্ন ওয়েব সাইট সম্পর্কে জানি এবং বিভিন্ন ওয়েবসাইটে কাজ করে থাকি। কিন্তু আমরা কি জানি, এসব ওয়েবসাইট কিভাবে তৈরি বা ডিজাইন করা হয়? এখন আসি কাজের কথায়, আমরা যেসব ইন্টারনেটভিত্তিক সাইটগুলো থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করি কিংবা ব্রাউজ করি সেগুলো প্রত্যেক টাই এক একটি ওয়েব সাইট। যেমন ফেসবুক, একটি সামাজিক মাধ্যমের ওয়েবসাইট। ইউটিউব, একটি ভিডিও শেয়ারিং এর ওয়েবসাইট। গুগল, যেকোনো ধরনের ইনফরমেশন খোঁজার একটি ওয়েবসাইট। আমরা প্রতিনিয়ত ইন্টারনেটে যতো ধরনের কাজ করে থাকি তার প্রতিটাই কোনো না কোনো ওয়েবসাইটের মাধ্যমেই করে থাকি। তাহলে এখন নিশ্চয়ই বুঝতে পারছি যে ওয়েবসাইট কি? এখন আসি দ্বিতীয় প্রশ্নে- #ওয়েব ডিজাইন ব্যাপারটা কী? ওপরে আমি আপনাদের কিছু জনপ্রিয় ওয়েবসাইটের নাম বলেছি, এসব ওয়েবসাইটগুলো কিন্তু নিজে নিজে তৈরি হয়নি, কিছু দক্ষ ডিজাইনার তাদের কঠোর পরিশ্রম ও সৃজনশীল ধারণা থেকে তৈরি করেছেন এসব ওয়েব সাইট। মূলত ওয়েব ডিজাইন বলতে বুঝায় একটি ওয়েবসাইটকে কীভাবে সাজাবেন অর্থাৎ কোথায় কোন আইকন ব্যবহার করবেন, এর ধরন কেমন হবে, আকৃতি কেমন হবে,এর কোথায় কী থাকবে,কোথায় কোন স্লাইড ব্যবহার করা হবে, মেনুবারে কি কি থাকবে ইত্যাদি ছাড়াও আরও অনেক ফিচার যোগ করে একটি ওয়েব সাইট কে ব্যবহার উপযোগী করে তোলা। অতএব ওয়েবসাইট টি কেমন হবে এবং অন্যরা এটিকে কিভাবে দেখবে এই ব্যাপারটা সুন্দর ও আকর্ষণীয় করে তোলা এবং এই ওয়েবসাইট ব্যবহার করে ক্লায়েন্ট বা ব্যবহার কারীরা কি কি সুবিধা পেতে পারবেন বা যেভাবে ব্যবহার করবেন তার নির্দেশনা গুলো সুন্দরভাবে উপস্থাপন করাই হচ্ছে ওয়েব ডিজাইন এর কাজ। এখন আপনার প্রশ্ন যেটা হতে পারে- # ওয়েব ডিজাইন করার জন্য একটি ওয়েবসাইটে আপনি কোন কাজ গুলো করবেন? আপনি যখন কোন ওয়েবসাইটে যাবেন তখন দেখবেন যে তাতে বিভিন্ন ধরনের ক্যাটাগরি থাকে, বিভিন্ন টপিকস সম্পর্কে আলাদা করে স্লাইড থাকে, বিভিন্ন মেনুবারের মাধ্যমে আপনি একটি পেজ থেকে অন্য পেজে ভিজিট করতে পারছেন।আপনার পছন্দের যেকোন টপিকস পাচ্ছেন কাঙ্খিত পেজে গিয়ে। আপনাকে মূলত এই কাজগুলোই করতে হবে। এক টাইপের একটি ওয়েবসাইটের পেজ এর সাথে আরেকটা ওয়েবসাইটের পেজ যুক্ত করে,বিভিন্ন ফিচার যোগ করে সেটা ব্যবহারের সঠিক নির্দেশনাগুলো সাজিয়ে দিতে হবে।আপনার ওয়েব সাইট উপযোগী বিভিন্ন টুলবার,স্লাইড,ডকুমেন্ট ছাড়াও প্রয়োজনীয় সকল আপডেটেট ইনফরমেশন সংযোজন করে দিতে পারেন।ভিজিটরদের মতামত প্রকাশের জন্য নির্দিষ্ট যায়গা রাখতে পারেন,অন্যান্য ওয়েবসাইট এর লিংক এড করে দিতে পারেন, এছাড়াও আপনার কাঙ্খিত যেকোনো তথ্য খুঁজে পাওয়ার জন্য নির্দেশনাসহ সাজেস্টেড টপিকস সংযোজন করে দিতে পারেন। আর এগুলো করাই হচ্ছে ওয়েব ডিজাইন এর কাজ। এখন আসছি পরবর্তী প্রশ্নে- #ওয়েব ডিজাইন করতে কি কি লাগবে? *ওয়েব ডিজাইন করার ক্ষেত্রে আপনার প্রথমে যে জিনিসটি লাগবে সেটি হচ্ছে HTML. এখন প্রশ্ন হচ্ছে, HTML কী? HTML হচ্ছে, আপনি যখন কোন ওয়েব সাইটে যাবেন তখন দেখতে পাবেন সেখানে অনেক টুলবার রয়েছে, বিভিন্ন আইকন রয়েছে, বিভিন্ন লিংক রয়েছে, এ সব কিছু বসানো হয়েছে HTML এর মাধ্যমে। তাই প্রথমেই আপনাকে জানতে হবে HTML দিয়ে কিভাবে আপনি এই কাজগুলো করবেন। *এরপর দ্বিতীয়ত আপনাকে জানতে হবে CSS সম্পর্কে, এটা হচ্ছে আপনি যে সাইটে আপনার HTML এর মাধ্যমে আপনার ক্যাটাগরিগুলো এড করবেন সেগুলো শুধু মাত্র এক এক করে পর পর সাজানো থাকবে কিন্তু সেগুলোতে কোনো রং থাকবেনা, কোন কাজ করা যাবে না কিংবা কোনো সৌন্দর্য প্রকাশ কর পাবে না। আর এটাকে সাজানোর জন্য এবং সুন্দরভাবে উপস্থাপনের জন্য, বিভিন্ন চমক অ্যাড করার জন্য প্রয়োজন হবে CSS এর।এটি আপনাকে আপনার ওয়েব সাইট টি কে বৈচিত্র্যময় করতে সহায়তা করবে। *এর পর যেটা জানতে হবে সেটা হচ্ছে JAVASCRIPT. JAVASCRIPT এর মাধ্যমে আপনি আপনার ওয়েব সাইটের যে কোন টুল বার বা যেকোন প্রোগ্রাম বা সফটওয়্যার এর আচরণ পরিবর্তন করতে পারবেন অর্থাৎ আপনি চাইছেন ওয়েবসাইটে কোনো একটা টপিক বারবার চলমান হোক, অথবা ব্যবহার করতে চাইছেন বিভিন্ন রং এর আইকন। কিংবা অবস্থান পরিবর্তন করতে চাইছেন তাদের স্বয়ংক্রিয়ভাবে। অথবা যে কোন ভাবে চাইছেন প্রোগ্রামগুলো নিয়ন্ত্রণ করতে, সেক্ষেত্রে আপনার অবশ্যই প্রয়োজন হবে এই JAVASCRIPT এর। এইবার আসি অন্য প্রশ্নে- #কীভাবে আপনিও হবেন একজন ওয়েব ডিজাইনার? প্রকৃতপক্ষে যারা এই ওয়েব ডিজাইনের কাজ করে থাকেন তাদেরকেই বলা হয় ওয়েব ডিজাইনার,যারা বিভিন্ন ওয়েব ডিজাইন করে, সেগুলোতে সফটওয়্যার এপ্লাই করে ব্যবহার উপযোগী করে গড়ে তোলেন। সেক্ষেত্রে আপনিও হতে পারেন এমনই একজন ওয়েব ডিজাইনার, যদি আপনার ও সেরকম দক্ষতা, ধৈর্য ও শেখার আগ্রহ থাকে। #ওয়েব ডিজাইন কিভাবে শিখবেন??? খুবই সহজ একটা উপায় বলে দিচ্ছি, সেটা হচ্ছে সহজলভ্য ইউটিউব। এটি আপনাকে সহায়তা করতে পারে ওয়েব ডিজাইন শিখতে।ওয়েব ডিজাইনের বেসিক কোর্স সহ বিভিন্ন টিউটোরিয়াল পাবেন ইউটিউবে যেখান থেকে খুব সহজে আপনি শিখতে পারবেন ওয়েব ডিজাইন। বর্তমানে প্রায় ইন্টারনেটের সকল ক্ষেত্র ওয়েবসাইট নির্ভর।আপনি ইন্টারনেটে যে কোন কিছু খুঁজতে গেলে আপনাকে কোন না কোন ওয়েবসাইটের মাধ্যমে তা খুঁজে বের করতে হবে, তাহলেই বুঝুন ওয়েবসাইট আমাদের কতটা দখল করে আছে। আজকাল সকলেই অনলাইনের দিকে ঝুঁকছেন আয়ের উৎসের খোঁজে। যার অন্যতম একটি মাধ্যম হচ্ছে ফ্রিল্যান্সিং।

ফ্রিল্যান্সার দের শতকরা 20 ভাগই ওয়েব ডিজাইন এর মাধ্যমে আয় করছেন। যেহেতু আজকের প্রযুক্তি ওয়েবসাইট নির্ভর তাই এটি ধীরে ধীরে আরও বৃদ্ধি পাবে। বাংলাদেশে দক্ষ ওয়েব ডিজাইনার খুব কমই রয়েছে তাই এক্ষেত্রে আপনি যদি ওয়েব ডিজাইন কে আপনার ক্যারিয়ার হিসেবে নিতে চান তাহলে প্রতিযোগিতার দিক থেকে হয়ত এগিয়েই থাকবেন। তাছাড়া ওয়েব ডিজাইনের মাধ্যমে আপনি যদি কিছু ভালো কাজ আপনার ক্লায়েন্টরদের সরবরাহ করতে পারেন তাহলে খুব অল্প সময়ের মধ্যে আপনিও খুব ভাল আয়ের পথ করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে- # আপনি কিভাবে ওয়েব ডিজাইনের কাজ পাবেন? প্রথমেই বলব ওয়েব ডিজাইন করতে চাইলে আপনাকে সবার প্রথমে চিন্তা করতে হবে যে আপনি কি জানেন বা কি ধরনের ওয়েব ডিজাইন করবেন। এক্ষেত্রে আপনি বেছে নিতে পারেন সবচেয়ে ট্রেন্ডিং কিছু টপিকস, যেগুলোর মাধ্যমে আপনি ওয়েবসাইট তৈরি করলে ভালো করতে পারবেন অথবা আপনি খুব দ্রুত সবার নজরে আসতে পারবেন। আর আপনি যদি নিজে ওয়েবসাইট না তৈরি করে ক্লায়েন্টদের ওয়েবসাইট তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাকে খুঁজে নিতে হবে ভাল কোন মার্কেটপ্লেস যেখানে অর্ডারের মাধ্যমে আপনি তাদের কাজ করে দিয়ে উপার্জন করতে পারবেন। এক্ষেত্রে আপনি সহায়তা নিতে পারেন FREELANCER,UOWORK,FIBER এর মতো মার্কেটপ্লেস গুলোর, যেখান থেকে আপনি ক্লায়েন্টদের সাথে সহজেই যোগাযোগ করে যে কোন অর্ডার নিতে পারেন। আর এভাবেই আপনিও হতে পারেন একজন সফল ওয়েব ডিজাইনার এবং করতে পারেন আপনার আয়ের পথ নিশ্চিত ...

No comments

Powered by Blogger.